সদরসিরাজগঞ্জ

এনডিপি-বিডি বীফ ও গোট ভ্যালু চেইন প্রোগ্রাম এর উদ্যোগে সচেতনামূলক নাটিকা মঞ্চায়ন

হেইফার ইন্টারন্যাশনাল এর অর্থায়নে জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বান্তবায়িত বাংলাদেশে গরু ছাগলের নিরাপদ মাংসের ব্র্যান্ড সৃষ্ঠিকরণ প্রকল্পের উদ্যোগে সচেতনামূলক নাটিকা অনুষ্ঠিত হয়।

০৪ ও ০৫ মার্চ যথাক্রমে যমুনা ও বাঙ্গালা মধুমতি মহিলা সমবায় সমিতির সহযোগিতায় উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার ও কুচিয়ামারা বাজারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান, হাটিকমরুল ইউনিয়ন পরিষদের সদস্য, হাটিকমরুল যমুনা বাঙ্গালা মধুমতি মহিলা সমবায়ের সদস্য, স্কুল শিক্ষক, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিজিওনাল প্রধান (সিরাজগঞ্জ) ও অত্র অঞ্চলের সকল স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্প এবং সচেতনামূলক নাটিকা সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন প্রকল্প সমন্বয়কারী আবু আনেশ ইউসুফ।

মূলত ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের উপর ভিত্তি করে নাটিকাটি তৈরি করা হয়। নাটিকাটি গম্ভীরা গানের মাধ্যমে পরিচালনা করেন চাঁপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। অভিনয়ের মাধ্যমে ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের সচেতনামূলক বার্তা প্রদান করা হয়।

প্রথমে অভিনয় শিল্পিরা দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। এরপর নানা/নাতির অভিনয়ের মাধ্যমে এনডি ও হেইফারের চলমান কার্যক্রম তুলে ধরেন । এরপর প্রকল্পের কার্যক্রম গম্ভিরা গানের মাধ্যমে উপস্থাপন করে। প্রকল্পের সদস্য হলে কিভাবে পরিবারের উন্নয়ন করা যায় এবং প্রকল্প যে সমÍত কাজ বাস্তবায়ন করছে তা তুলে ধরেন। যেমনঃ-  প্রাণি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা, কৃষিভিত্তিক কারিগরি যন্ত্রপাতি/উপকরণ সহায়তা করা, গরুর জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা, ঘাসের উৎপাদন বৃদ্ধি, বাজার স্থাপন এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপন করা, ইউনিয়ন পর্যায়ে প্রকল্পের কার্যক্রম অবহতিকণ করা,প্রাথমিক স্কুলে বিনা মূল্যে টিফিন প্রদান করা,নিরাপদ খাদ্য, জুনুটিক রোগ, ওয়ান হেলথ বিষয়ে সচেতনামূলক ক্যাম্পাইন করা, পরিবেশের উন্নয়নে বায়ো গ্যাস প্লান্ট স্থাপনে সদস্যদের সহায়তা প্রদান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button