১৩ মার্চ মঙ্গলবার এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির মাধ্যমে এনডিপির প্রধান কার্যালয়ে সদস্যদের মাঝে কোকোডাষ্ট মিডিয়ায় তৈরী মৌসুমি সবজির চারা বিতরন করা হয়।
চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির পরিচালক (কর্মসূচি) মোহা. শাহ্ আজাদ ইকবাল, আলোকিত গ্রাম কর্মসূচির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আ. মান্নান সেখ, সমন্বিত কৃষি ইউনিটের কো-অডিনেটর কৃষিবিদ আব্দুল হালিম, কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। উল্লেখ্য কর্মসূচিটি এনডিপির নিজস্ব অর্থায়নে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের চারটি (বাগবাড়ী, লাহিড়ী বাড়ী, বালুকোল ও চর বড়ধুল) গ্রামে বাস্তবায়িত হচ্ছে।