সদরসিরাজগঞ্জ

এনডিপি-ইআরসিসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত ইনহেন্স রেজিলিয়েন্স টুওয়াডর্স কোভিড এন্ড কন্সিকুয়েন্স (ইআরসিসি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উন্নয়ন সংস্থা ব্য্রাক ও ইউনাইটেড পারপাস এর একটি প্রতিনিধি দল। প্রকল্পটি ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়নে ব্য্রাক ও কেএফডাব্লই এর সহযোগিতায় সিরাজগঞ্জ পৌরসভার ০৬ টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে। যার মোট উপকারভোগীর সংখ্যা ৪২০৫ জন। প্রকল্পটি আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে অর্থনৈতিক সহায়তা প্রদানের পাশাপাশি ওয়াশ ও বিভিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কার্যক্রম বাস্তবায়ন করছে। মূলত বৈশি^ক মহামারি কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা সক্ষমতা বৃদ্ধি করাই প্রকল্পটির মূল লক্ষ্য। এসকল কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে ১৩ মার্চ ২০২৪ তারিখে, কর্ম-এলাকায় বাস্তবায়িত সোলার ওয়াশ স্টেশন, উপকারভোগীর জন্য নির্মিত টিউবওয়েল, সংস্কারকৃত ধানবান্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও জীবনমান উন্নয়নে আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের পরিবর্তন সমূহ পরিদর্শন করেন। একইসাথে উপকারভোগীর সাথে মতবিনিময় করেন এবং প্রকল্প হতে যে সকল সুবিধা প্রাপ্ত হয়েছেন তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন। এসময় উন্নয়ন সংস্থা ব্র্যাক এর ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর.১.মোঃ রুবেল সেখ (Technical Expert-Engineer,CBF Secretariat) ,অনু ভৌমিক M&E Specialist,CBF-ERW, মোঃ আশিক রুবায়েত Deputy Manager Operation,CBF-ERW সহ এনডিপি’র উপ পরিচালক (কমিউনিকেশন) চৌধুরী মো. খালিক হোসাইন এরশাদ, সহকারী ব্যবস্থাপক (রিসার্চএন্ডডকুমেন্টশন) মো.জানাফার ইসলাম, ইআরসিসি প্রকল্প ব্যবস্থাপক খাদিজা আক্তার, ইআরসিসিপি প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুর রাজ্জাকসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button