সদরসিরাজগঞ্জ

মামা ভাগ্নে এগ্রো পরিদর্শন করলেন এনডিপি’র নির্বাহী পরিচালক

এনডিপি প্রতিনিধি: ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’’ এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দায় উন্নয়নকৃত মাংস প্রক্রিয়াজাতকারী প্লান্ট “মামা ভাগ্নে এগ্রো”, এর কার্যক্রম পরিদর্শন করেছেন। ৪ এপ্রিল বৃহস্পতিবার, এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এবং পরিচালক (কর্মসূচি) ও আরএমটিপি ফোকাল পারসন মোহা. শাহ আজাদ ইকবাল মাংস প্রক্রিয়াজাতকারী প্লান্ট পরিদর্শন করেন।

এসময় মামা ভাগ্নে এগ্রো এর স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ এনডিপি‘র নির্বাহী পরিচালক মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে এনডিপি’র জোনাল ম্যানেজার, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মাসুদ মন্ডল, রিসাচ এন্ড ডকুমেন্টশন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. জানাফার ইসলামসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরির্দশন পরবর্তীতে নির্বাহী পরিচালক বলেন, নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়নে নির্বাচিত উদ্যোক্তাদের পণ্যের বৈচিত্রতা আনয়ন, বাজার সম্প্রসারণ, ইত্যাদি, সর্বোপরি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যে বিক্রয় বৃদ্ধি ও লাভ বৃদ্ধিতে এনডিপির আরএমটিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি এনডিপি আরএমটিপি প্রকল্পের পক্ষ থেকে তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা উন্নয়নে অপরিসীম অবদান রাখায় সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button