এনডিপি প্রতিনিধি : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ন্যাশনাল ডেলেপমন্ট প্রোগ্রাম (এনডিপি) এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পালিত হয়। গত ১১ মার্চ শনিবার বিকেলে এনডিপি ঋণ সহায়তা কর্মসূচির আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলার এনডিপি মাছুমপুর শাখায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ। এসময় জোনাল ম্যানেজার মো. ওমর ফারুক, এরিয়া ম্যানেজার মো. আনিছুর রহমানসহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।