সদরসিরাজগঞ্জ

এনডিপি ইআরসিসি প্রকল্পের ওয়াশ কার্যক্রম উদ্বোধন করলেন সিরাজগঞ্জের পৌর মেয়র

দাতাসংস্থা সিবিএফ এর আর্থিক সহায়তায় ব্র্যাক ও কেএফডব্লিউ এর সহযোগিতায় ইউনাটেড পারপাস এর কারিগরি সহায়তায় সিরাজগঞ্জ পৌর এলাকায় এনডিপি বাস্তবায়ন করছে ইনহান্স রেজিলিয়েন্স টুওয়ার্ডস কভিড অ্যান্ড কনসিকুয়েন্স (ইআরসিসি) প্রকল্প। প্রকল্পটি সিরাজগঞ্জ পৌরসভার ৬টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে । প্রকল্পের কার্যক্রমে অংশ হিসাবে সিরাজগঞ্জ পৌরসভার সরকারি ডাক বিভাগের অফিসের পাশে একটি হ্যান্ডওয়াশিং ষ্টেশন নির্মান করা হয়।

গত রোববার,  হ্যান্ডওয়াশিং ষ্টেশন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। এ সময় তার সঙ্গে আরও  উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-০১ মো. নুরুল হক, প্যানেল মেয়র ২ (সংরক্ষিত কাউন্সিলর ওয়ার্ড নং ১,২,৩)  স্বপ্না হাবিব, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাছানুল হক মোল্লা ফাহিম, ওয়ার্ড নং ৫ ওয়ার্ড কাউন্সিলর  মো. মামুনুর রসিদ, পৌর সভার সমাজ উন্নয়ন কর্মকর্তা  মো. শাহআলম ও সহকারী প্রকৌশলী মো. রবিউল ইসলাম। প্রকল্পের মাধ্যমে পৌরসভার ৬ ওয়ার্ডের বিভিন্ন স্থানে ১২টি নতুন টিউবওয়েল স্থাপন, ৪৩টি পুরাতন টিউবয়েল মেরামত, ৪টি নতুন হ্যান্ড ওয়াশিং ষ্টেশন নির্মান, ৪টি পুরাতন হ্যান্ড ওয়াশিং ষ্টেশন মেরামত, ২ টি ওয়াটার পয়েন্ট মেরামত সৌরশক্তির মাধ্যমে পরিচালিত একটি পানির পাম্প স্থাপন ও ২টি প্রাইমারি স্কুলের ৮টি ক্লামরুম মেরামত করা হবে। এ সময় প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মীগন উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button