জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে আবু হেনা মো. রহমাতুল মুনিম টানা তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন। এর আগে কেউ টানা তৃতীয় মেয়াদে এনবিআর ্এর চেয়ারম্যান নিয়োগ পাননি। সিরাজগঞ্জের এই কৃতী সন্তান এর আগে জ¦ালানী খনিজ সম্পদ সচিব ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এর চেয়ারম্যান ছিলেন।
গত বুধবার, ৩ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল আলমের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি অনুযায়ী আবু হেনা মো. মুনিমকে এর আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুবছর মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডেও চেয়ারম্যান হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে এতে জানানো হয়। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ভূতত্বে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেয়া আবু হেনা মো. মুনিম সিরাজগঞ্জের কৃতীসন্তান। তিনি পরবর্তীতে একটি বেসরকারি বিশ^বিদ্যালয় থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি নেন।