বৃহস্পতিবার ১ জুন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কার্যক্রম পরিদর্শন করবেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ (গ্রেড-১)। এদিন তিনি এনডিপির শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ, তাঁত প্রকল্পের উদ্যোক্তাদের তৈরি ও তাঁত বস্ত্র বাজারজাতকরণ বিষয়ক অনলাইন মার্কেটিং ‘ই-বসন’ এর কার্যক্রম উদ্বোধন, নাসিমা আলাউদ্দিন ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার (হাসপাতাল) স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন, এনডিপি টেকনিক্যাল ইন্সটিটিউট পরিদর্শন ও বৃক্ষ রোপন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে পরিচালিত শিশু স্বর্গ কেন্দ্র পরিদর্শনসহ ঋণ সহায়তা কর্মসূচির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এসময় উপস্থিত থাকবেন এমআরএ এর নির্বাহী পরিচালক (সাপোর্ট সার্ভিস) মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ এবং সিআইবি ম্যানেজমেন্ট শাখা) মো. নূরে আলম মেহেদী, সিনিয়র সহকারী পরিচালক ও ইভিসি মহোদয়ের একান্ত সচিব সৈয়দ আশিক ইমতিয়াজ।
এসময় আরও উপস্থিত থাকবেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।