সিরাজগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মডার্ণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এমডিও এর ১৮তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার, ৫ নভেম্বর সন্ধ্যায় শহরের নর্থ সাউথ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর মো. আখতারুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, সিরাজগঞ্জ এর উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. মতিয়ার রহমান ও মো. মনিরুল ইসলাম। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বার্ষিক সাধারণ সভায় সংস্থার বিগত বছরের আয়ব্যয়ের বাজেট ও কার্যক্রম উপস্থাপন ও অনুমোদিত হয়। পরিচালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী।
সভায় আগামী ২০২২-২৩ অর্থ বছরের কার্যক্রম ও বাজেট প্রস্তাবনা উপস্থাপনা ও বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন এমডিও এর নির্বাহী পরিচালক মাছউদ আহমেদ রোকনী।
সভায় প্রধান অতিথি মো. তৌহিদুল ইসলাম বলেন, উপস্থাপিত প্রেজেন্টেশনের প্রশংসা করে বলেন সভায় উন্থাপিত উপস্থাপনা দক্ষতার পরিচয় বহন করে। এসময় তিনি আগামীতে লক্ষ্যমাত্রা ও অর্জন গ্রাফভিত্তিক উপস্থাপনাসহ সংস্থার কার্যক্রম উন্নয়নে তার মূল্যবান পরামর্শ প্রদান করেন
সভায় সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন। সভায় আরও বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক মো. মতিয়ার রহমান।
এছাড়া উন্থাপিত বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন এনজিও এমডিও এর সহসভাপতি মো. জাহাঙ্গির আলম রতন, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন, উপদেষ্টা জহুরুল ইসলাম মন্ডল, প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, নাট্য ব্যক্তিত্ব মমিন বাবু, সাধারণ পরিষদের সদস্য জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী, এমডিপি‘র নির্বাহী পরিচালক আসলাম সেখ, এমএমইউএস এর নির্বাহী পরিচালক শিরিন ফেরদৌসী সুমি প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় সংস্থার সাধারণ পরিষদ, নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, আমন্ত্রিত সুধীমন্ডনী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।