তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গভীর রাতে নিজে গাড়ী চালিয়ে মুমুর্ষ রোগী অর্পন ঘোষ নামে এক প্রতিবন্ধী শিশুকে হাসপাতালে নিয়ে ভর্তি করালেন সিরাজগঞ্জ-৩ আসনের সদস্য সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রসংসায় ভাসছেন তিনি।
জানা যায়, শনিবার দিবাগত রাত ২ টায় উপজেলার পৌর এলাকার শিক্ষক অসিত কুমার ঘোষের প্রতিবন্ধী ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন তার পরিবারের সদস্য স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজকে ঘটনাটি জানান। এ সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংসদ সদস্য তার নির্বাচনী এলাকা তাড়াশে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছিলেন। খবর পেয়ে সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই গাড়ী চালিয়ে সেই বাসায় গিয়ে প্রতিবন্ধী শিশুকে গাড়ী তুলে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ নিজেই প্রায় ১ ঘন্টা চিকিৎসা করে হাসপাতালে ভর্তি করিয়ে বাসায় ফেরেন।
শিক্ষক অসিত কুমার ঘোষ জানান, গভীর রাতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার জন্য কোন ব্যবস্থা করতে না পেরে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আজিজ মহোদয়কে ফোনে জানাই। এ সময় তিনি নিজেই ছুটে আসনে এবং জরুরীভাবে নিজেই গাড়ী চালিয়ে আমার ছেলে হাসপাতালে নিয়ে ভর্তি করান। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ জানান, রাত ২টার দিকে আমাকে ফোনে শিশুটি গুরুতর অসুস্থতার খবর জানানো হয়। তাৎক্ষনিক আমার গাড়ীচালক ঘুমিয়ে থাকায় আমি নিজেই গাড়ী চালিয়ে হাসপাতালে নিয়ে ভর্তি করি এবং তার চিকিৎসা করা হয়। তিনি আরো জানান, প্রতিবন্ধী শিশুদের সাধারনত খাবারের অনিয়ম হলে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে শিশু অর্পন ঘোষ হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা এখন ভাল। এদিকে, সংসদ সদস্যর এমন মহানুভবতা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকার লোকজনের মুখে মুখে প্রসংসায় ভাসছেন তিনি।