আনিছুর রহমান : উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকলকে জোট বেঁধে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। গত বুধবার (১৭ মে) বিকেলে সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে উঠান বৈঠক,মতবিনিময় ও চা আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন। এ ছাড়াও পদ্মা সেতু নির্মান,টানেল নির্মান,রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বর্তমান শেখ হাসিনা সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও উন্নয়নের দিক তুলে ধরেন।
মতবিনিময় অনুষ্ঠানে এলাকার নেতাকর্মীরা স্বত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। এ সময় এমপি তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে আগামীতে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের সহযোগীতা কামনা করেন। ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না,আরিফুল ইসলাম উজ্জল, আরিফ বিন হাবীব,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য কামরুন্নাহার আলো, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার, সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম ( আলম রেজা), রামকৃঞপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,সাধারন সম্পাদক শহিদুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।