এনডিপি এসইপি (তাঁত) প্রকল্পের আয়োজনে কমন ব্র্যান্ডিং সংক্রান্ত দিন ব্যাপী এক কর্মশালা এনডিপি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ বিসিক কার্যালয়ের সম্মানিত সহকারি মহাব্যবস্থাপক রাশেদুর রহমান। এনডিপি ঋণ সহায়তা কর্মসূচি’র পরিচালক ও এসইপি তাঁত প্রকল্পের ফোকাল পার্সন মোসলেম উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্যে প্রকল্পের শুরুতে তাঁত অধ্যুষিত এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির তুলে ধরে প্রকল্প কর্ম কান্ড বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ এবং প্রকল্পের উল্লেখযোগ্য অর্জনসমূহ নিয়ে আলোকপাত করেন।
তিনি বলেন,‘‘ প্রকল্পটি যদিও সেপ্টেম্বর ২০২৩ সালে শেষ হয়ে যাবে কিন্তু প্রকল্পের শিখনসমূহ বিশেষত কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন ও ব্যবসায়িক উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।” তিনি তাঁত অধ্যুষিত সিরাজগঞ্জের পরিবেশ উন্নয়নে মিনি-ইটিপি স্থাপন, পণ্যের গুণগত মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখে কমন ব্র্যান্ড ই-বসনের মাধ্যমে প্রিমিয়াম মার্কটে প্রবেশের বিষয়ে উদ্যোক্তাদেরকে আহবান জানান।
এনডিপি’র উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান এসইপি-তাঁত প্রকল্পের আওতাধীন উদ্যোক্তাদের সফলতা কামনা করে তাঁত খাতে বিদ্যমান সমস্যা সমাধানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং প্রকল্পের আওতায় পরিবেশ উন্নয়নে যে সমস্ত পরামর্শ প্রদান করা হয়েছে তা মেনে কারখানা পরিচালনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রাশেদুর রহমান এনডিপি এসইপি প্রকল্পের অর্জনসমূহের ভূয়ষী প্রশংসা করেন। তিনি বলেন এনডিপি-এসইপি (তাঁত) প্রকল্পটি মূলত বিসিকের কাজকেই সহায়তা করেছে। তিনি কর্মশালায় আগত উদ্যোক্তাগণকে বিসিক কার্যালয়ে স্বাগত জানান এবং বিসিকের সেবা গ্রহণের জন্য উদাত্ত আহবান জানান। তিনি বিসিকের সেবা বিষয়ক আলোকপাত করেন। প্রকল্প ব্যবস্থাপক জনাব মো.আশরাফুজ্জামান কমন ব্র্যান্ড ই-বসন নিয়ে সাম্প্রতিক কর্মকান্ড পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কর্মশালা শেষে আদর্শ তাঁত কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ উদ্যোক্তাদের মাঝে বিতরণ করা হয়।
উপ-পরিচালক কর্মসূচি আবু নাইম মো. জুবায়ের খান আদর্শ উদ্যোক্তা মো. তৌহিদ হোসেনের হাতে ফাস্ট এইড বক্স প্রদানের মাধ্যমে উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উল্লেখ্য সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও বেলকুচি উপজেলার ৪০ জন আদর্শ উদ্যোক্তার মাঝে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (মাস্ক, গ্লোভস, এয়ারপ্লাগ, নিরাপত্তা চশমা, গামবুট প্রভৃতি), ফাস্ট এইড বক্স, অগ্নি নির্বাপক যন্ত্র, বর্জ্য দানী, শ্রমিকদের বসার টুল, হেয়ার নেট সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্থক আয়োজনে টেকনিক্যাল অফিসার সাখাওয়াত হোসেন, রিপোটিং এন্ড ডকুমেন্টেশন অফিসার আশিক আহমেদ, ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার সুকান্ত গোলদার এবং পরিবেশ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান প্রশংসনীয় ভূমিকা রাখেন।