চৌহালীসিরাজগঞ্জ

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার-২, আসল পরীক্ষার্থী বহিষ্কার

চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় মো. ফিরোজ (২০) ও আনোয়ার হোসেন নামের দুই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এ সময় আসল পরীক্ষার্থী নুর হোসেন ও ওসমানকে বহিষ্কার করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে উপস্থিত হয়। কেন্দ্রে তখন গণিত-২ বিষয়ে পরীক্ষার চলছিল।

উপজেলা নির্বাহী অফিসার এসময় পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী  ফিরোজ (২০) ও আনোয়ার হোসেনকে(১৯) গ্রেফতার ও আসল পরীক্ষার্থী নুর হোসেন ও ওসমানকে বহিষ্কার করে।

 ফিরোজ (২০) নাগরপুর উপজেলার খাষশাহজানী গ্রামের মোকাদ্দেছের ছেলে ,  এবং আনোয়ার চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ফুলহারা গ্রামের মোঃ ইসমাইলের ছেলে। তাদেরকে চৌহালী থানায় সোপর্দ করা হয়েছে।

চৌহালী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আফসানা ইয়াসমিন বলেন, আটককৃত দুজন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে  আইন অনুযায়ী মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button