মো. সাহেব আলী, উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষা দেওয়া হলো না,আর মোন্নাফ হোসেনের (১৭)। পরীক্ষার সকল প্রস্তুতি নেবার পরও আকস্মিক বজ্রপাতে মর্মান্তিকভাবে মারা যান মোন্নাফ। একই সঙ্গে বজ্রপাতে মারা যায় তার বাবা মোবাক্ষর হোসেনসহ তাদের পরিবারের ৩ সদস্য। উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মোন্নাফ।
স্থানীয় খোন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে এবছরের আজ ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের পরিহাশ! আর পরীক্ষায় অংশ গ্রহন করা হলো না মোন্নাফের ।
গত বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) মোন্নাফ তার বাবা, দুই নানা ও মামার সঙ্গে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও বপন করতে গিয়েছিল। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বৃষ্টি। জীবন রক্ষা করতে ছুটে যায় পাশের একটি বেড়া বিহীন শ্যালো মেশিন ঘরে গিয়ে সবার সঙ্গে আশ্রয় নেয় মোন্নাফ।
কিন্তু এই ঘরের উপরেই বজ্রপাত হয়। নিমিষেই শেষ হয়ে যায় তার পরিবারের স্বজনসহ ৯ জনের প্রাণহানি। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন।
খোন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো, ইউসুফ আলী মন্টু জানান, বজ্রপাতের ঘটনার আগের দিন মোন্নাফদের স্কুলে ডেকে এনে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শারীরিক শিক্ষা বিষয়ের পরীক্ষার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। মোন্নাফ স্কুল কার্যক্রম শেষে বাড়ি ফেরার আগে শিক্ষকদের সালাম করে ভালো ফলাফলের জন্য দোয়া চেয়ে বিদায় নেয়।
কিন্তু এই বিদায় তার শেষ বিদায় হবে এটা শিক্ষকরা কখনই মানতে পারছে না। মোন্নাফ ছিল স্কুলে একজন ভালো ছাত্র, ক্রীড়াবিদ এবং অত্যন্ত স্বচ্ছ ও বিনয়ী ছাত্র। শনিবার স্কুলে মোন্নাফের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রদান শিক্ষক নিখিল কুমার ঘোষ এতে সভাপত্বি করেন। মোন্নাফের মৃত্যুতে খোন্দকার আব্দুল মজিদ উচ্চবিদ্যাল এখনও চলছে শোকের ছায়া।