এনডিপি প্রতিনিধি : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে এবং আশা প্রজেক্টের সহযোগিতায় রায়গঞ্জের ধানগড়া ও পাঙ্গাসী ইউনিয়নের শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধানগড়া ও পাঙ্গাসী ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সকল সদস্যগন উপস্থিত ছিলেন। গত ১৮ অক্টোবর, মঙ্গলবার, নিজ নিজ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এই ত্রৈমাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি মো. হাসান আলী। অন্যদিকে পাঙ্গাসী ওয়াজ গ্রুপের সভায় সভাপতিত্ব করেন মো. জাকির হোসেন সরকার। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
সভায় নিজ নিজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে সেজন্য নিয়মিত বাড়ী ও বিদ্যালয় পরিদর্শন, মা সমাবেশে অংশগ্রহন, এসএমসি ও পিটিএ কমিটির মিটিং নিশ্চিত করা, শিক্ষা কর্মকর্তার সাথে শিক্ষার মান নিয়ে আলোচনা কর এবং আগামী মাসে শিক্ষা বিষয়ক সংলাপের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
শেষে উপরোক্ত বিষয়গুলি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।