এনডিপি প্রতিনিধি : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে আশা প্রজেক্টের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় লাহোর ইবতেদায়ি মাদ্রাসার শ্রেণি কক্ষে ওয়ার্ডভিত্তিক ২৫ জন যুবককে নিয়ে এই কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রূপের সভাপতি মো. হাসান আলী সেখ। সভা পরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভায় বিশেষভাবে আলোচনা করে সিডাব্লিউজি এর সহসভাপতি এবং ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার প্রভাষক মো. ফরিদুল ইসলাম। অংশগ্রহণকারী সকলেই বলেন আশা প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য প্রশংসনীয়। এই কার্যক্রমকে সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে মতামত প্রকাশ করেন। এছাড়া সভায় শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা হয়।