স্টাফ রিপোর্টার : সময়ের অঈীকার, কন্যাশিশুর অধিকার-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ পালিত হয়। এদিনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ৪ অক্টোবর) দিবসের সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) গণপতি রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টশন উপস্থাপন করেন গুড নেইভারস বাংলাদেশের মোশারফ হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ তার বক্তব্যে বলেন, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, মূলত চালিকা শক্তি হচ্ছে জনগণ। তিনি আরও বলেন গুড নেইবারস স্কুলের মেয়েদেরকে নিয়ে তারা কাজ করছে। এসময় জেলা প্রশাসক সমাজে সংঘটিত বাল্য বিবাহ প্রসঙ্গে বলেন বাল্যবিবাহ প্রথমে ঠেকাতে আপনার নিজ পরিবারকে আগে ভূমিকা রাখতে হবে। এপ্রসঙ্গে তিনি জানান, সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা ক্লাব গঠন করা হয়েছে, সেখানে মেয়েরা মেয়েদের সকল সমস্যা সমাধান করতেন পারবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রাশেদ হোসাইন, গুড নেইবারস বাংলাদেশ প্রতিনিধি রেমন্ড কুইয়া, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রীমা, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, এনডিপি‘র উপব্যবস্থাপক (প্রতিবন্ধীতা ও শিক্ষা কর্মসূচি) শিপন চন্দ্র নাগ প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য সুধীমন্ডলী ছাড়াও উপস্থিত ছিলেন নলকা ইউনিয়নেকে. সি ফরিদপুর দি মূখী উচ্চ বিদ্যালয় এবং ইডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।