সিরাজগঞ্জ

সকল কাজে সততা ও নিষ্ঠার প্রয়োজন: মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সরকারের অর্থনৈতিক ও সকল উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাওয়া এবং সময়মত শেষ করা। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের সকল বিভাগ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করছে। এখন প্রয়োজন সকল কাজে সততা ও নিষ্ঠার। গতকাল শনিবার সিরাজগঞ্জে জেলা পর্যায়ের সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন  মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে কোন কাজের কোয়ালিটির ব্যাপারে কোন আপোস না করার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, কোন কাজে অনিয়ম ধরা পরলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার) পিপিএম বার), স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button