সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে সদর উপজেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রসিডেন্ট আবু ইউসুফ সূর্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গির আলম। সঞ্চালনা করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. হাসানুল হক ফাহিম।
পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক দানিউল হক মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আরিফুল ইসলাম বিটু।
উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর প্রশাসকের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা, অটোটেম্পু ও হিউম্যান হলার মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ১৭ আগষ্ট চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুইচিং মং মারমা।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে মো. হাসানুল হক ফাহিম, সিনিয়র সহসভাপতি মো. আল আমিন চৌধুরী পলাশ, সহসভাপতি পদে মো. আতিকুল জামান খান, সহসাধারণ সম্পাদক পদে মো. রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুর রহমান খান, সড়ক সম্পাদক পদে মো. আসলাম হোসেন, কোষাধাক্ষ পদে মো. তারিকুল ইসলাম, নির্বাহী সদস্য পদে মো. ওমর ফারুক, মো. আবু হাসান ও মো আশরাফুল নির্বাচিত হন। এর আগে গত ২০ আগস্ট সংগঠনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নবনির্বাচিত কাযনির্বাহী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।