সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে কামারখন্দ উপজেলার ঝাঐল, ভদ্রঘাট, জামতৈল, রায়দৌলতপুর এবং উল্লাপাড়া উপজেলার সলপ, পঞ্চক্রোশি, হাটিকুমরুল ও বড়হর ইউনিয়নের ৭০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গতকাল ৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়িতে রিজিয়া মোকছেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ এর উদ্বোধন করেন জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ঝাঐল ইউপি চেয়ারম্যান ও ঝাঐল ইউনিয়ন আ. লীগ সভাপতি আলতাব হোসেন ঠান্ডু।
এসময় উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড আ. লীগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী খান, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বিগণ।