সদরসিরাজগঞ্জ

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করছে নিম্ন আয়ের মানুষকে। বিশেষ করে রাতের বেলায় শীত বৃদ্ধি পাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষ পড়েছে সবচাইতে বেশি বিপাকে। অসহায় শীতার্ত মানুষ চরম কষ্টে দিনানিপাত করছে। এরই লক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ মানুষেদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে দিয়ারধানগড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে গরীব অসহায় শীতার্থদের হাতে কম্বল তুলেদেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।

এসময় প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। এর অংশ হিসেবে আজকে জেলা আওয়ামীলী স্বেচ্ছাসেবক লীগ সমাজের অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করছে অত্যান্ত আনন্দের ব্যাপার। তাই প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্খা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের বিপদে-আপদে সব সময় পাশে আছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সুমন রহমান তিবি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান এ দেশকে উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করতে, এজন্য অবিরাম পরিশ্রম করে চলছেন। তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাড়াতে। এ রকম মানবিক কাজে অসহায়দের পাশে এসে শীতার্তদের পাশে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন সুমন রহমান। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দানীউল হক মোল্লা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুমন রহমান, যুগ্ম – সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নেতা আরিফুল ইসলাম বিটু, শহর আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক হাসানুল হক ফাহীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এল বাবু, শিশির ও নাহিদ সহ নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button