সিরাজগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত সোমবার, ৯ জানুয়ারি, সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে আয়োজিত কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ ইউনিয়নের নারী মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ৩শত কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি, বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরসহ সদর উপজেলার ১০ ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাগন।