এনডিপি প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট শীতার্তদের জন্য ২০০ পিস কম্বল হস্তান্তর করল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সোমবার ১৬ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের পক্ষে কম্বল গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এনডিপির পক্ষ হতে কম্বল তুলে দেন সংস্থার পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান।