বগুড়া জেলা প্রশাসকের করতোয়া’ সম্মেলন কক্ষে এনডিপির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতার্তদের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। গতকাল ১৫ জানুয়ারি, রোববার, বিকাল ৪টার দিকে এনডিপির পক্ষ থেকে ১০০ কম্বল জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এর হাতে তুলে দেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ।
এসময় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল পর্যায়ের মানুষের জন্য কাজ করছে। তিনি তার বক্তব্যে শীতার্তদের জন্য এনডিপির প্রশংসা করে বলেন অন্যান্য বেসরকারি সংস্থাকে এভাবে হতদরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক দীনেশ সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রট খালিদ বিন মনসুর এনডিপির রংপুর জোন এর জোনাল ম্যানেজার এস এম সেরাজুল ইসলাম, উপব্যবস্থাপক (আইটি) মো. রাসেল মাহমুদ, এরিয়া ম্যানেজার, মোকামতলা মো. আলম খান, বগুড়া সদরের এর শাখা ব্যবস্থাপক মো. মোবারক হোসেন ।