সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, হুমায়ুন করিব সুমনের পিতা বদিউজ্জামান বদি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহির ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ নভেম্বর) সকালে শহরের আভিসিনা হসপিটালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি এক পুত্র ও ৪ কন্যা সন্তাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর পৌরসভার রহমতগঞ্জ কবরস্থানে জানাজা শেষে দাফন কার্য্য সম্পর্ন করা হয়। মরহুমের আত্তার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আলাউদ্দিন খান এবং নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন।