সিরাজগঞ্জ

দুর্যোগ ব্যবস্থাপনা দফতরেরন কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও জনবল কাঠামো ও নিয়োগবিধি উন্নতিকরণেসহ ৫ দফা বাবিতে পূর্ণ কর্মবিরতি পালন করে ত্রাণ ও পুনর্বাসন দফতরের কর্মকর্তা ও কর্মচারীগণ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জেলা কালেক্টরেট ভবনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে কর্মকর্তা ও কর্মচারীর এই পূর্ণ কর্মবিরতি পালন করে।

কর্মকর্তা  ও কর্মচারীগণ দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োবিধি বাস্তবায়নের দাবিতে এই কর্মবিরতি পালন করে। এসময় তারা বলেন ২০১২ এর আলোকে জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীগণ সূচনালগ্ন হতে সামাজিক ও অর্থনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হয় আসছে বলে তারা অভিযোগ করেন।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক ও জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাগণ

সিরাজগঞ্জের জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, সিরাজগঞ্জসহ সারাদেশে ৪১৬টি পদ শূন্য থাকায় মাঠপর্যায়ের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button