স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে পাঁচদফা দাবিতে কর্মবিরতি পালন ও সংক্ষিপ্ত সমাবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরের আওতাধীন জেলা সংযুক্ত কর্মকর্তা কর্মচারি কল্যাণ পরিষদ।
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও)পদ আপগ্রেডশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)পদ আপগ্রেডশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ, পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরন দাবিতে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) আখতারুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুল হক, রায়গঞ্জের গোলাম রব্বানী, কামারখন্দের শফিউর রহমান ও শাহজাদপুরের রাশেদুল ইসলাম প্রমূখ।
পরে কল্যান পরিষদের নেতৃবৃন্দ সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে প্রস্তাবিত সকল দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানানো হয়।