সদরসিরাজগঞ্জ

পিডাব্লিউডি আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডার মূল বিষয় চিহ্নিতকরণ এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা প্রদান ও ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় এস.এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হল রুমে পিডাব্লিউডির নির্বাহী পরিচালক হুছনে আরা জলি সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার এবং অ্যাকাউন্টস অফিসার মো: আবুল ফতেহ এবং লুৎফুনন্নেছার সঞ্চালনায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. নুরুজ্জামান, শিক্ষা অধিদপ্তরের সহকারী অফিসার আবিদা সুলতানা ও যুব উন্নয়ন কর্মকর্তার এবং সমাজ সেবা কর্মকর্তা প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও পিডাব্লিউডির কর্মকর্তাবৃন্দ।

বক্তাগণের সময় বলেন, সামাজিক সম্প্রীতির সোহাদ্যপূর্ণ সম্পর্ক জর্দার করা এবং সংঘাত ও সহিংস উগ্রবাদ প্রতিরোধে নারীর নেতৃবৃন্দ নাগরিক সমাজে প্রতিনিধিবৃন্দ বিভিন্ন পেশাজীবী, নারী সংগঠনের সদস্যদের সাথে নিয়মিত আলোচনার জন্য একটি সুন্দর প্লাটফর্ম তৈরি করা। শান্তি ও নিরাপত্তা ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ পদমর্যাদা নারী অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর আইন নীতি ও গাইডলাইন প্রণীত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button