স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জে দিনব্যাপী নিরাপদ খাদ্য, স্বাস্থ্যকর খাদ্য, অ্যানিমিয়া, অপুষ্টি ও স্বাস্থ্য বার্ধক্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার, ২৭ ফেব্রুয়ারি, সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো-স্বাস্থ্য অধিদপ্তর ও লাইফ স্টাইল হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হিরা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ রায়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফা মঈন উদ্দিন, সিনিয়র শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা ইমান আলী, সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত – ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোছা. মিরা খাতুন, এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক, ইমাম, পুরোহিত, জন প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি। সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস বাস্তবায়িত এই কর্মশালা পরিচালনা করেন ডা. মো. ইউসুফ আলী।
এসময় অতিথি বক্তারা বলেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু খাদ্যে ভেজাল দিতে একটি অসাধু পক্ষ সক্রিয়। তাই জনসচেতনতা বাড়াতে খাদ্য নিরাপত্তা বিষয়ক জ্ঞান অর্জন প্রতিটি নাগরিকের কর্তব্য কারণ সচেতনতাই হতে পারে মুক্তির পথ। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও ইমামদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যাতে করে সমাজে নাগরিক সচেতনতা তৈরি হয়।