চৌহালী প্রতিনিধি: মাদক,বাল্য বিবাহ, নারী নির্যাতন, জঙ্গি,যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ে সিরাজগঞ্জের চৌহালীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির(জাইকা) অর্থায়নে দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা য় মাদক, বাল্য বিয়ে, যৌতুক, নারী নির্যাতন, জঙ্গি, কুসংস্কার, ইভটিজিং ও কোভিড-১৯ প্রতিরোধে যুব সমাজ ও বিভিন্ন পেশাজীবিদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, চৌহালী থানা এস আই জাহাঙ্গীর আলম, উপজেলা আ.লীগের সহসভাপতি হাবিবুর রহমান হাবীব, মেডিক্যাল অফিসার ডা. উম্মে হাবিবা, জাইকার প্রতিনিধি কালি কৃষ্ণ পাল, ইউডিএফ ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।