
সিরাজগঞ্জ সদর উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থানের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের জন্য ১০ টি ইউনিয়নে প্রথম পর্যায়ে কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকালে শিয়ালকোল ইউনিয়নে চন্ডিদাসগাঁতী, দিয়ারবৈদ্যনাথ, ক্ষুদ্র শিয়ালকোলে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিনের কর্মসূচি) প্রথম পর্যায়ে কাজের উদ্বোধন করেন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
এসময়ে সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপ-সহকারি প্রকৌশলী মো. সাদবিন জাহাঙ্গীর, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সেলিম রেজা, ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য আব্দুস ছালাম, আব্দুল মোন্নাফ খন্দকার, এস,এম রুহুল আমীন সজল , মো. লিটন হোসেন, শিয়ালকোল ইউনিয়ন আ. লীগের১নং ওয়ার্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আরমান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও সকালে বহুলী ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে অতিদরিদ্র জন্য কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন সেখ, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া মুন্সি কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুস সবুর সেখ, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নবীদুল ইসলাম, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, বাগবাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ মাষ্টার সহ ইউপি সদস্যগন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গণমান্যব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





