আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে শোকের মাস ৮ আগস্ট ও ১৫ আগস্টের সরকারি কর্মসূচি বাস্তবায়ন ও যথাযোগ্যভাবে পালনের দিক নির্দেশনামুলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক, সাবেক উপজেলা আ.লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন,সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মালেক তালুকদার,বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতির প্রতিনিধি সাংবাদিক আব্দুর রাজ্জাক বাবু,সবুজ সরকার,স্কুলের প্রধানগণ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় সংকর সাহা,সরকারী হাসপাতাল ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।