কাজীপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাবরেজিস্টারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজীপুরে কর্মবিরতি ও হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চলা এই কর্মসূচি একযোগে পালিত হচ্ছে কাজীপুরেও।
গত মঙ্গলবার, ১০ জানুয়ারি, সকালে শিবগঞ্জ উপজেলা সাবরেজিস্টার অফিসে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এসময় সাবরেজিস্টার ইউসুফ আলী নারাজি প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। পরে ইউএনওর প্রত্যক্ষ মদদে সাবরেজিস্টারের হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তিনি গুরুতর আহত হন। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে মেঘাই অবস্থিত কাজীপুরের সাবরেজিস্টারের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন দলিল লেকক সমিতি ও নকলনবিশরা। পরে বিকেলে কার্যালয়ের সামনে শিবগঞ্জের সাবরেজিস্টার ইউসুফ আলীর ওপর হামলাকারী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের শাস্তির দাবীতে এক মানববন্ধন করেন তারা।
এসময় কাজীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ বিপ্লব বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ইউএনওর শাস্তি না হবে ততক্ষণ আমরা কাজে যোগদান করবো না। ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গান্ধাইল অফিসের নকলনবিশ আব্দুল বাছেদ বলেন, আমরা আজ সকাল থেকেই কাজ বন্ধ করে দিয়েছি। বিচার না হওয়া পর্যন্ত কোনভাবেই কাজে যোগ দেবনা। ওই ইউএনওর দ্রুত বিচার হতে হবে আগে।
কাজীপুরের সাবরেজিস্টার আসিফ নেওয়াজ বলেন, সাবরেজিস্টার পদটা আইন ও বিচার বিভাগ নিয়ন্ত্রাধীন। আইন ও বিচার বিভাগের কর্মকর্তার ওপর অন্য দপ্তরের কর্মকর্তারা এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপ করতে পারেনা। আমার সহকর্মীকে যেভাবে আহত করা হয়েছে তার বিচার চাই। নতুবা আমরা কর্মে যোগ দেবনা। অনির্দিষ্টকালের জন্য এ বিরতি চলবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কাজীপুর দলিল লেখক সমিতির সভাপতি শাহীনুর আলম মজনু সহ সমিতির সকল সদস্য ও উপজেলা নকলনবিশ সমিতির সকল সদস্য।