উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ার বিএনপির নেতা কেন্দ্রীয় তাঁতীদলের উপদেষ্টা কাজী কামাল নামাযে জানাযা ফলিয়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। তার নামাযে জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল ওহাব, সদস্য সচিব মো. আজাদ হোসেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল সরকার, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম তপন প্রমুখ।
তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন, সাবেক বিদ্যুৎ প্রতিম›রী ইকবাল মাহমুদ টুকু, উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড.সিমকী ইমাম খান।
উল্লেখ্য, কাজী কামাল সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে সাতটায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।