সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কবি কাজী নজরুল এর  ৪৭তম প্রয়াণ দিবস পালিত

সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭তম প্রয়াণ দিবস পালন উপলক্ষে নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আবৃত্তি,সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

গত ২৭ আগস্ট ১২ ভাদ্র ১৪৩০, ২০২৩ রাত ৮ টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে অবস্থিত রেঁনেসা ক্লাবের ভাষা সৈনিক মরহুম মোতাহার হোসেন তালুকদার হলরুমে অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন্ নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।

নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কবি কাজী নজরুল ইসলাম এর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য কবিতা ও কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান, সে সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, বিশিষ্ট কবি ও চিকিৎসক ডা; নিত্য রঞ্জন পাল ও ডা. এমএ আব্দুর রশিদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাহজাদপুর এর সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল, নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সূর্য বারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান মুরাদ,নির্বাহী সদস্য প্রদ্বীপ সাহা, জাবালা মোস্তাক, প্রতিষ্ঠাতা সদস্য নূঁর-এ-আলম হীরা নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক মো; ফরিদুল ইসলাম সোহাগসহ নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্য, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button