সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১১ জুন) বিকাল ৪টায় বিদ্যালয় মাঠ পাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, কামারখন্দ থানার অফিসার্স ইনচার্জ হাবিবুল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সেখ প্রমুখ।