ওমর ফারুক ভুইয়া, কামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা রোগীদের সাথে খারাপ আচরণ ও গেট থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী লিজার বিরুদ্ধে।
২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হলেই জনবল সংকটে এখনও পূর্নাঙ্গভাবে চালু হয়নি তবে রায়দৌলতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল দিয়ে চলছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য প্রকল্প থেকে নিয়োগ পেয়েছে একজন পরিচ্ছন্নতা কর্মী ও একজন নৈশ প্রহরী।
এর মধ্যে প্রকল্প থেকে নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতা কর্মী লিজা সেবা নিতে আসা লোকজনের সাথে খারাপ আচরণ করেন ও জুতা পরে কেউ আসলে তাকে গেট থেকে বের করে দেন। অনেক সময় ভিতরে ডা. নাই, ঔষধ শেষ হয়ে গেছে বলে ভিতরে যেতে দেন না সেবা প্রত্যাশীদের বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
চৌবাড়ীর আবিজুল ইসলাম অভিযোগ করে বলেন, জুতা পরে কোন মহিলাকে হাসপাতালে যেতে দেয়না কেউ প্রতিবাদ করলে অশ¬ীল ভাষায় গালি গালিগালাজ করে পরিছন্নতা কর্মী লিজা। এছাড়াও এই এলাকার মোছা. রুব্বান বেগন ও ফজল মোল¬া একই অভিযোগ করে বলেন ঔষধ দিতে চায়না গেট থেকে ধাক্কায়া বের করে দেয়।
বিষয়টি নিয়ে লিজার সাথে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
রায়দৌলতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. মোমেনা খাতুন পরিচ্ছন্নতা কর্মী লিজার ব্যবহার খারাপের কথা শিকার করে বলেন, লিজা পরিছন্নতা কর্মী তাই ভিতরে জুতা ছাড়া আসতে দেয়না এই বিষয় টা নিয়ে মানুষের সাথে কথা কাটাকাটি হয়।
এবিষয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার এমসিএইচ-এফপি (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. পারভেজ শেখ বলেন, রোগীদের সাথে এমন আচরণ তিনি করতে পারবেনা যদি কেউ অভিযোগ আকারে দেয় তাহলে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর অফিসে অভিযোগ পাঠাবো তারা ব্যবস্থা নিবে।