সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ১৫ মে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই সভা চলে।
কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. কে এম হোসেন আলী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (কামারখন্দ-সিরাজগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ- সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আশরাফুল সাঈদী হীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক খান প্রমুখ।
বর্ধিত সভা পরিচালনা করেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ। সভায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আগামী ২৪ তারিখ থেকে জুলাই মাসের মধ্যে কামারখন্দ উপজেলার ইউনিয়ন সম‚হের কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। এসময় বক্তারা বলেন তৃণম‚ল আ.লীগ নেতাকর্মীদের মধ্যে সকল বিরোধ ভুলে যেতে হবে কাঁধে কাঁধ মিলে ২০২৩ সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করে আবার ক্ষমতায় আনতে হবে।
এ সময় সভার প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান বলেন, জামাত-বিএনপি নানা ধরনের বিশৃঙ্খলার পরিকল্পনা করছে। এ বিষয়ে আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন তাদের যেকোনও ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।