কামারখন্দ সংবাদদাতা: সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের (২০২২-২০২৪) পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । রোববার ২৫ সেপ্টেম্বর, বিকেলে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে পরিচিতি সভা সভাপতিত্ব করেন কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল হোসেন মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লেখক ও প্রকাশক প্রকৌশলী এস এম খোরশেদ আলম বাহার।
কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেলের সঞ্চালনায় মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সাবেক উপপ্রধান বন সংরক্ষক বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার। এসময় অনুষ্ঠানের সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থেকে রাখেন ভারত বিচিত্রার সাবেক সম্পাদক নান্টু রায়, কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সুমা খাতুন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা পরিষদের মহিলা ভ্ইাস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, ও দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লালন সিরাজগঞ্জের লালন একাডেমি ও স্থানীয় শিল্পীগণ। উল্লেখ্য, ২০১৫ সালে কামারখন্দ উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন গণমাধ্যম কর্মী গোলাম কিবরিয়া।