এনডিপি প্রতিনিধি : বাংলাদেশ সরকারের আর্থিক ডিভিশন এর আওতাধীন ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী সংস্থা সমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ( এমআরএ ) এর উপ পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ উপপরিচালক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনডিপি বাস্তবায়িত ঋণ সহায়তা কর্মসূচির শিয়ালকোল শাখার কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিনিধি দল ক্ষুদ্রঋণ সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে বাস্তবায়িত এমআরএ প্রতিষ্ঠান থেকে ঋণ সহায়তা কর্মসূচির পাশাপাশি ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বৃত্ত তহবিল হতে পরিচালিত সামাজিক কার্যক্রমের আওতায় সমন্বিত কৃষি ইউনিট এর ম্যান্ডারিন কমলার বাগান পরিদর্শন করেন। এছাড়াও একই সময় প্রতিনিধি দলটি কান্দাপাড়ায় নিজস্ব তহবিল হতে পরিচালিত প্রতিবন্ধিতা ও উন্নয়ন কর্মসূচির বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পরিদর্শন করেন, পরে বাগবাড়িতে শিক্ষা সহায়তা কর্মসূচি বাস্তবায়িত শিক্ষা চর্চা কেন্দ্রে পাঠদান পদ্ধতিসহ স্বাস্থ্যসেবা কর্মসূচির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উপপরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম এর সঙ্গে ছিলেন এমআরএ এর সিনিয়র সহকারী পরিচালক মো. ফকরুজ্জামান। এনডিপির পক্ষ থেকে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মোসলেম উদ্দিন আহমেদ।
প্রতিনিধি দল এনডিপির কর্মসূচির আওতাভূক্ত উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করেন এবং সন্তুষ্ঠি প্রকাশ করেন। একইসাথে বাস্তবায়িত কার্যক্রম সম্প্রসারন এবং এমআরএর বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের পরামর্শ দেন ।