সিরাজগঞ্জ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জ জেলায় কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রেসক্লাবের হলরুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু’র সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান করিব, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হীরক গুণ ও কালের কন্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি ডা. নিত্যরঞ্জণ পাল প্রমুখ।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক হীরক গুন, অর্থ সম্পাদক দিলীপ কুমার গৌর, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক জহরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রিঙ্কু কুন্ডু, ভোরের দর্পন প্রতিনিধি আল আমিন, দৈনিক আজকের জনবাণী প্রতিনিধি আহসান হাবীব মুন্না, বাংলানিউজ২৪ এর স্বপন চন্দ্র, দৈনিক দিগন্ত প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, আজকের সিরাজগঞ্জ প্রতিনিধি শাম্মী আহমেদ আজমীর ও গণমাধ্যমকর্মী মাকসুদা খাতুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কালের কন্ঠ পাঠক ফোরাম শুভসংঘের সদস্যরা।
সভা শেষে উপস্থিত সকলে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টি বিতরণ করা হয়।