
আজ ৩০ অক্টোবর রোববার সিরাজগঞ্জ শহরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ-শীর্ষক কুইজ প্রতিযোগিতা। ভিক্টোরিয়া হাই স্কুল, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় ও সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ প্রায় চারশতাধিক শিক্ষার্থী একই সময়ে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
২০২১ সালের ঐতিহাসিক মার্চ মাসের ১ তারিখে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড়, প্রেস ক্লাব ভবনের ০২ তলায় উদ্বোধন হয় স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর গেরিলা প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ে তোলার সংস্কৃতিকে বিকশিত এবং বিজ্ঞান ভিত্তিক যুক্তিবান মানুষ গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই পাঠাগার তার কার্যক্রম পরিচালনা করে আসছে।
পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন বলেন, বাঙালি জাতির ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা ৭১ এর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ নয় মাসের ঘটনা নয়। ৪৭ সালের ভারত বিভক্তির মধ্যদিয়ে অর্জিত পাকিস্তান রাষ্ট্রের শুরু থেকে ভাষার প্রতি পশ্চিমাদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এই আন্দোলনের সূচনা।
দীর্ঘ ২৩ বছরে আন্দোলন সংগ্রামের চ’ড়ান্ত পরিণতি ৭১ এর মহান মুক্তিযুদ্ধ। কাজেই বাঙালি জনগোষ্ঠির সকলকেই জানা উচিত বাঙালি জাতিসত্ত্¦া বিকাশের ধারাবাহিক ইতিহাস। জানা উচিত সেই ইতিহাসের গুরুত্বপূর্ন ঘটনাপ্রবাহ। সেই দৃষ্টিকোন থেকে আজকের প্রজন্মকে সচেতন করার লক্ষ্যেই এই কুইজ প্রতিযোগিতার আয়োজন।





