মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসো মুক্তিযুদ্ধের গল্পশুনি চলচ্চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসএবং গণযোগাযোগ সম্প্রচার মন্ত্রণালয় এর আয়োজনে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ভিক্টোরিয়া হাইস্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) শিক্ষা আইসিটি রায়হান কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ভিক্টোরিয়া হাইস্কুলের প্রদান শিক্ষক মো. সাজেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা গাজী সোরহাব আলী সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মোহাম্মদ আলী। এসময়ে অনুষ্ঠানে ভিক্টোরিয়া হাইস্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।