সদরসিরাজগঞ্জ

কুড়িগ্রামে এনডিপি ব্রাজ প্রকল্পের বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া

বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক ও কারিগরি সহযোগিতায় কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের অববাহিকার চরাঞ্চল অর্থাৎ চিলমারী উপজেলার আওতাধীন রানীগঞ্জ ও অষ্টোমিরচর ইউনিয়নে বিল্ডিং রেজিলিয়েন্স টু এ্যচিভ জিরো হাঙ্গার (ব্রাজ) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মাঠ পর্যায়ে প্রকল্পের সকল কার্যক্রম বাস্তবায়ন করছে দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।

ব্রাজ প্রকল্পটি একটি সম্বনিত উদ্যোগ। যার ৩ টি কম্পোনেন্টের মধ্যে আবহাওয়ার আগাম পূর্বাভাস ভিত্তিক অর্থায়ন (এফবিএফ) কম্পোন্টেটি অন্যতম। চিলমারী উপজেলার পরিবার গুলো মূলতঃ বন্যা, নদী ভাঙ্গনসহ জলবায়ুর বিরুপ প্রভাবের ফলে সৃষ্ট দূর্যোগের সঙ্গেই তাদের বসবাস। জলবায়ুর বিরুপ প্রভাবের ফলে স্থানীয় জনগণ দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে। এজন্য বন্যার আগাম প্রস্তুতি সম্পর্কে জ্ঞান অর্জন করা তাদের অত্যান্ত জরুরী। আগাম প্রস্তুতি সর্বদা বন্যা ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলক্ষ্যে ২১ আগস্ট ২০২৩, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার আওতাধীন রানীগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু এর সভাপতিত্বে মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নুর আলম, উপজেলা মৎস কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী উত্তম কুমার সিংহ, বিশ্ব খাদ্য কর্মসূচি’র ঢাকা প্রতিনিধি মো. কামরুল হাসান, রংপুর সাব অফিস প্রতিনিধি ও প্রকল্প ফোকাল পার্সন মোঃ সাদেক আলী এবং এনডিপি ইসিসিসিপি ফ্লাড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের দুটি অংশের প্রথমেই ছিল ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা। পরে পারিবারিক প্রস্তুতি, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, ভেলা তৈরি, ভেকসিনেশন ক্যাম্পেইন, নিবন্ধন ও জরুরী ত্রাণ কেন্দ্র, কৃষি পরামর্শ কেন্দ্র, জনস্বাস্থ্য প্রকৌশলীর কেন্দ্র, প্রাণিসম্পদ পরিচর্যা কেন্দ্র, ফ্লাড মার্কার ও রেসকিউ ইত্যাদি পরিদশর্ন করেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দ্বিতীয় অংশের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন এনডিপি ব্রাজ প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর কামরুল আহসান। বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া’র উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন বিশ্ব খাদ্য কর্মসূচি এর কর্মসূচি সহযোগি ও প্রকল্পের ফোকাল পার্সন মো. সাদেক আলী।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ রকম বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া আমার দেখা এই প্রথম। এই মহড়া থেকে শিক্ষা গ্রহণ করলে দুর্যোগ প্রবণ এলাকার স্থানীয় জনগণের ঝঁকি অনেকাংশে হ্রাস পাবে। এ রকম সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য এনডিপি’র ভূয়োসী প্রসংশা করেন এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস ছালাম সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button