সিরাজগঞ্জের কামারখন্দে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ ২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় । গত শনিবার, ১৭ জুন, সকাল সাড়ে দশটায় উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ ২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এসময় উপজেলার ৬৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজী এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রাশিক আহসান, আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ প্রমুখ।