স্টাফ রিপোর্টার : কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে দুই দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রোববার ও সোমবার (৩-৪ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য পুষ্টি নিরাপত্তা জোরদার প্রকল্পের মনিটরিং অফিসার আমিনা খাতুন।
কৃষক কৃষানীদের আরো প্রশিক্ষণ প্রদান করেন, সিরাজগঞ্জ সদর কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহীন আলী। এসময় অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিদ্যমান শশ্য বিন্যাস পরিবর্তন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পুষ্টি সমৃদ্ধ ফসল চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ফসলের প্রদর্শনীয় স্থাপন, কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল এর মাধ্যমে কৃষক পরিবারের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা অর্জন করার প্রশিক্ষণ প্রদান করেন।