রায়গঞ্জসিরাজগঞ্জ

সার প্রয়োগ ও আমণ ধানের পরিচর্যায় ব্যস্ত রায়গঞ্জের কৃষক

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষকের বিভিন্ন জমিতে চলতি আমণ ধানের আগাছা পরিস্কার, সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষক। গত বছর ভাল ফলন ও ভাল দামও পেয়েছিলেন উপজেলার কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবারও মনের সুখে আমন ধানের জমিতে নিয়মিত সার প্রয়োগ ও আগাছা পরিস্কার করতে দেখা যায় অধিকাংশ কৃষক দের। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং সারের দাম কিছুটা বাড়তি হওয়ায় বেশ বেগ পেতে হচ্ছে কৃষক দের।

 উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের এক কৃষক জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এ বছরে আমার নিজস্ব কিছু জমির পাশাপাশি অন্যের আরও ২/৩ বিঘা জমি বরগা নিয়ে চাষ করছি। ধানের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, ফলন বৃদ্ধি, দানাদারপুষ্টির জন্য কীটনাশক ও আগাছা পরিস্কার করছি। আমণ ধান চাষে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব রকমের সহযোগিতা করছেন।

তাছাড়া এবার সারের দাম একটু বাড়তি হলেও তেমন কোনও সমস্যা হচ্ছে না বলে জানান এই কৃষক। ভালও ফলন পেলে ও ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে সকল খরচ বাদ দিয়ে পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষক।

এদিকে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবান্ধব সরকার। কৃষিখাতে তিনি বিভিন্ন ভর্তূকি ও অর্থের বরাদ্দ দিয়ে এ খাতকে আরও সমৃদ্ধ করছেন। প্রধানমন্ত্রীর এ পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button