রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ভর্তুকি মূল্যে ২ টি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬৪ সিরাজঞ্জ- (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, পৌর সভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রেজাউল করিম তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মীবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।