সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মিনি অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালী বেড় হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে মেলার স্থানে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি নেতৃবন্দকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শাতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করেন।