উল্লাপাড়ায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া অফিস এ কর্মশালার আয়োজন করে।
বিআরডিবি হলরুমে আয়োজিত কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাদ ও শাহাবুদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শফিউল আলম স্বপন প্রমুখ।
উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সিআইজি সমবায় সমিতির সভাপতি সম্পাদক এ কর্মশালায় অংশ নেন।